বাংলায় তৃণমূলের থেকে বেশি ভোট পেতে পারে বিজেপি! আসন সংখ্যার বিচারেও এগিয়ে গেরুয়া শিবির, ইঙ্গিত সমীক্ষায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: সপ্তদশ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে রবিবার। গণনা হবে ২৩ তারিখ, বিষ্যুদবার। কিন্তু তার আগে তামাম বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, এ বারের লাফটা আরও বড়!

২০১৪ সালের লোকসভা ভোটে বাংলায় বাকি দলগুলি কত শতাংশ ভোট পেয়েছিল? তৃণমূল পেয়েছিল ৩৯ শতাংশ ভোট, বামেরা ২৯ শতাংশ, বিজেপি ১৭ শতাংশ এবং কংগ্রেস ৯ শতাংশ। কিন্তু এ বার সে সব হিসাব অনেকটাই উল্টে পাল্টে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তামাম বুথ ফেরত সমীক্ষা। চাণক্য-র (টুডেজ চাণক্য) সমীক্ষা দিয়েই শুরু করা যাক। তাদের সমীক্ষার মতে, বাংলায় বিজেপি-র ভোট এ বার বেড়ে হতে পারে ৩৬ শতাংশ। অর্থাৎ চোদ্দর ভোটের তুলনায় ১৯ শতাংশ ভোট বাড়তে পারে বিজেপি-র। তবে চাণক্যর সমীক্ষায় সব থেকে বড় চমক এর পরেও বাকি রয়েছে। তারা বলছে, তৃণমূল পেতে পারে ৩৪ শতাংশ ভোট। অর্থাৎ গত ভোটের তুলনায় ৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দিদির ভোটে। চাণক্যর ইঙ্গিত বড় ধস নামছে বাম ভোটেও। তা কমে হতে পারে ১৬ শতাংশ। এবং কংগ্রেস পেতে পারে ৯ শতাংশ ভোট।

এর পর দেখে নেওয়া যাক ইন্ডিয়া-টুডে – অ্যাক্সিস কী ইঙ্গিত দিচ্ছে? তারা বলছে, বাংলায় তৃণমূল এবং বিজেপি দু’জনেই ৪১ শতাংশ করে ভোট পেতে পারে। অর্থাৎ তাদের মতে, দিদির ভোট কমছে না। কিন্তু বিজেপি-র ভোট গত বারের তুলনায় বেড়ে যেতে পারে ২৪ শতাংশ। আর বামেদের ভোট কমে নেমে আসতে পারে ৫ শতাংশে।

বিজেপি-র ভোট অনেকটাই বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এবিপি-এসি নিয়েলসেনও। তাদের মতে, গত বারের ১৭ শতাংশ থেকে বেড়ে বিজেপি এ বার ৩৯ শতাংশ ভোট পেতে পারে বাংলায়। তৃণমূল পেতে পারে ৪১ শতাংশ ভোট। বামেরা ৮ শতাংশ এবং কংগ্রেস ৭ শতাংশ ভোট পেতে পারে।

এর মধ্যে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস‘ বুথ ফেরত সমীক্ষার গড় বিচারে এগিয়ে রাখা হল বিজেপিকে।

এক নজরে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস’ বুথ ফেরত সমীক্ষা

পশ্চিমবঙ্গে মোট আসন: ৪২

তৃণমূল পেতে পারে: ১৯-২২টি আসন

বিজেপি পেতে পারে: ১৯-২৩টি আসন

কংগ্রেস পেতে পারে: ০-১টি

এই পরিসংখ্যানে স্পষ্ট, রাজ্যের ৪২ আসনে বিজেপির প্রাপ্ত আনুমানিক আসন সংখ্যা গড় হিসাবে কিছুটা হলেও এগিয়ে তৃণমূলের থেকে।

এক নজরে ‘এবিপি-এসি নিয়েলসেন’ বুথ ফেরত সমীক্ষা

তৃণমূল পেতে পারে: ২৪টি আসন

বিজেপি পেতে পারে: ১৬টি আসন

কংগ্রেস পেতে পারে: ২টি

এক নজরে ‘সি ভোটার-রিপাবলিক’ বুথ ফেরত সমীক্ষা

তৃণমূল পেতে পারে: ২৯টি আসন

বিজেপি পেতে পারে: ১১টি আসন

কংগ্রেস পেতে পারে: ২টি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest