Site icon The News Nest

Bookworms: বইয়ে পোকা লেগেছে? জানুন তাড়ানোর সহজ উপায়

book scaled

বইয়ের পোকা খুবই বিরক্তিকর। এক বার কোনও বইয়ে পোকা লাগলে, সেই বইয়ের আর নিস্তার নেই। শুধু তাই নয়, তার চারপাশে আর যে ক’টা বই থাকে, সেগুলিও যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে। বইয়ের পোকা তাড়াতে রাসায়নিক, ঘরোয়া টোটকা— নানা কিছুই ব্যবহার করেছেন। কোনও কিছুতেই লাভ হয়নি। কিন্তু জানেন কি কোনও রাসায়নিক ব্যবহার না করেই অতি সহজে এই পোকার থেকে মুক্তি পেতে পারেন? জেনে নিন কী ভাবে।

বইয়ের পোকা তাড়াতে আপনার অস্ত্র ফ্রিজ। প্রথমে আক্রান্ত বইগুলিকে বাকি বইয়ের থেকে আলাদা করে ফেলুন। এ বার সেই পোকা লাগা বইগুলি ফ্রিজে ভরে দিন। যদি এমন প্লাস্টিকের প্যাকেটে বইগুলি ভরে দিতে পারেন, যাতে হাওয়া ঢুকবে না, তা হলে আরও ভাল হয়।

আরও পড়ুন: Best Bengali Romantic Novels: বাংলা সাহিত্যে ১০ সেরা প্রেমের উপন্যাস (প্রথম পর্ব )

এ বার পোকা লাগা বইগুলি টানা ৭২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় বের করে নেবেন না। বের করার কয়েক ঘণ্টা আগে ফ্রিজের সুইচ বন্ধ করে দিন। আস্তে আস্তে গরম হতে দিন ফ্রিজের ভিতর। প্রথমে টানা ৭২ ঘণ্টা ঠান্ডা এবং তার পরে ধীরে ধীরে গরম হওয়ার এই প্রক্রিয়া বইয়ের পোকার ডিম নষ্ট করে দেবে।

পর পর তিন সপ্তাহ এ ভাবে বই ফ্রিজে ভরে রাখলেই মুক্তি পাবেন পোকার থেকে।

আরও পড়ুন: আজ ২২শে শ্রাবণ! ৮০তম প্রয়াণ দিবসে ফিরে দেখা রবি ঠাকুরের মৃত্যুচিন্তা

Exit mobile version