Best Spring Quotes to Welcome the Season of Renewal

Best Spring Quotes: নির্বাচিত সেরা বসন্ত উক্তি, রুক্ষতা সরিয়ে নতুনের আগমন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঋতুরাজ বসন্ত নিয়ে উক্তি (basanta niye ukti, bosonto ukti bangla) আমরা প্রায়ই খুঁজে থাকি। শীতের রুক্ষতায় যখন সবকিছু মরমর ভাব ঠিক সেই সময় আসে ঋতুরাজ বসন্ত। চারদিক যেন নতুন করে প্রাণ ফিরে পায়। গাছে গাছে নতুন পাতা গজায় দিনরাত কোকিল ডাকে। চারদিকে এক অদ্ভুত আবেগে ভরে ওঠে।

কিংবদন্তীরা হয়ত জানতেন আমরা বসন্ত নিয়ে উক্তি খুঁজে বেড়াবো, তাই তো তারা প্রতিনিয়তই এর উক্তি দিয়ে গেছেন। চলুন আজ বসন্ত নিয়ে উক্তির বিশেষ পর্বটি শুরু করা যাক:

” ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ।”

— সুভাষ মুখোপাধ্যায়

” যেদিন প্রভু ‘আশা’ সৃষ্টি করেছিলেন সম্ভবত সেদিনই তিনি বসন্ত তৈরি করেছিলেন ।

— বার্নার্ড উইলিয়ামস

” আপনি যখন কোনও বসন্তের ফুলের গন্ধ পান , মনে হয় যেন সেই ফুলের আত্মা আপনার মধ্যে স্থির হয়ে যায় ! এবং তারপরে আপনি অল্প সময়ের জন্য সেই ফুল হয়ে যান ! ”

— মেহমেট মুরাত ইল্ডান

” বসন্তে ফোটা প্রথম ফুল গুলি আমার হৃদয়ে সুর তোলে ।”

— এস ব্রাউন

” আপনি সমস্ত ফুল ছিড়ে ফেললেও বসন্তের আগমন ঠেকাতে পারবেন না। ”

— পাবলো নেরুদা

” আয়রে বসন্ত তাের ও কিরণ মাখা পাখা তুলি নিয়ে আয় তাের কোকিল পাখির গানের পাতা গানের ফুলে । ”

—দ্বিজেন্দ্রলাল রায়

আরও পড়ুন: জন্মদিনে পড়ুন বিরহের কবি হেলাল হাফিজের হৃদয়ছোঁয়া কিছু উক্তি…

” ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়। ”
— রবীন্দ্রনাথ ঠাকুর

“বসন্তকাল একমাত্র মানুষ ব্যতীত অন্য সব জিনিসকেই যৌবন দান করে । ”

— জন পল রিচার্ড

“ আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী;
চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি। ”

— কাজী নজরুল ইসলাম

” বসন্ত মানেই পাখির গান ”

— হুমায়ুন আহমেদ

” শীতের তীব্র শীতে কাউকে পাওয়ার জন্য বসন্তের আগমনের প্রতিশ্রুতিই যথেষ্ট ।”

— জেন সেলিনস্কি

আরও পড়ুন: Valentines Day 2022: প্রেম দিবসে পড়ুন কিছু হৃদয় কাঁপানো প্রেমের উক্তি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest