BGBS 2023: Mukesh Ambani announced an investment of 20 thousand crore rupees in West Bengal from BGBS 2023

BGBS 2023: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে এবারের বিশ্ব বাংলা গ্লোবাল সামিট। সেখানে বসেছে চাঁদের হাট। মুকেশ আম্বানি থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়— মঞ্চ আলো করে ছিলেন সকলেই। সেই মঞ্চ থেকেই বাংলায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। তিনি বলেন, ‘এই রাজ্যে বর্তমানে আমাদের ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। আগামী ৩ বছরের মধ্যে আমরা আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব।’

বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুকেশ আম্বানি নিজের ভাষণ শুরুই করলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বলে। শুরুতেই মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল আম্বানির মুখে। বললেন, “অটলবিহারী বাজপেয়ী যেমন বলেছিলেন আপনি সত্যিই অগ্নিকন্যা। আপনার নেতৃত্বে বাংলা সত্যিই ‘সোনার বাংলা’ হয়ে উঠেছে। সেকারণেই বাংলার মানুষ বারবার আপনার উপর আস্থা রাখছে।”

মুকেশের কথায়, ‘‘ইতিমধ্যেই রাজ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়্যান্স। আগামী তিন বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।’’ কোন কোন ক্ষেত্রে হবে সেই বিনিয়োগ? রিলায়্যান্স কর্ণধার জানিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রকে ডিজিটালি আরও উন্নত করার জন্য বিনিয়োগ করা হবে। বিশেষ করে ৫জি পরিষেবা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমদের লক্ষ্য।  প্রতিটি পরিবারে অন্তত একটা স্মার্ট ফোন পৌঁছে দেওয়া হবে।

শুধু তাই নয়, জৈব শক্তির দিকেও নজর রয়েছে রিলায়েন্সের। এই সংস্থার কর্ণধার বলেন যে এই খাতে বাংলায় বিনিয়োগ করা হবে। আগামী তিন বছরের মধ্যে সারা দেশে ১০০ টি কমপ্রেসড বায়ো এনার্জি প্ল্যান্ট তৈরি করা হবে বলে জানান মুকেশ। তাঁর কথায়, ‘বায়ো এনার্জি প্ল্যান্ট-এর মধ্যে কিছু আমরা বাংলাতেও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’