#Loksabha 2019: অখিলেশ যাদবের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী খাস বেলঘরিয়ার বাসিন্দা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লখনউ: কয়েক দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া। প্রকৃত নাম দীনেশ লাল যাদব হলেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এক কথায় তাঁকে ‘নিরাহুয়া’ নামেই চেনে, তাঁকেই এ বার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী করল বিজেপি।

বুধবার জানা যায়, সমাজবাদী পার্টি নেতা অখিলেশের আজমগড় কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীনেশলাল। অন্য দিকে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন দীনশেপ্রতাপ সিং। পাশাপাশি এসপির প্রবীণ নেতা মুলায়ম সিংযাদবের বিরুদ্ধে মৈনপুরি থেকে প্রার্থী হচ্ছেন প্রেম সিং শাক্য। তবে এই তালিকায় অখিলেশের বিরুদ্ধেই সব থেকে বড়ো চমক দিল বিজেপি। কে এই নিরাহুয়া?  yogi adityanathগাজিপুরের ‘বিরহা’ পরিবারের সন্তান নিরাহুয়ার শৈশবের বেশিরভাগ সময়টাই কেটেছে কলকাতার উত্তর শহরতলি সংলগ্ন বেলঘরিয়া এলাকায়। সেখানেই তাঁর পড়াশোনা। কারণ, তাঁর বাবা স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।এহেন নিরাহুয়া ভোজপুরি ছবির মাধ্যমে গোটা দেশে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁর অভিনীত ‘নিরাহুয়া রিকশাওয়ালা’ ভোজপুরি বক্স অফিসের ব্লকবাস্টার ছবি। এ ছাড়া ‘নিরাহুয়া হিন্দুস্থানি’, ‘পটনা সে পাকিস্তান’, ‘নিরাহুয়া হিন্দুস্থানি ২’, ‘ব্যোম ব্যোম বল রাহা হে কাশী’, ‘বর্ডার’-এর মতো ছবি আলোড়ন সৃষ্টি করে। বিগ-বি অমিতাভ বচ্চনের সঙ্গেও তিনি একই ছবিতে অভিনয় করেছেন। ২০১৬ সালে উত্তরপ্রদেশ সরকারের তরফে তাঁকে সম্মানিত করা হয়। গত ২৭ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest