Site icon The News Nest

ATM থেকে টাকা তোলার লিমিট হোক ৫০০০, বেশি তুললে বাড়তি চার্জ, প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্ক কমিটির

The News Nest: Reserve Bank of India- র নিয়োগ করা কমিটি প্রস্তাব দিল ইন্টার চেঞ্জ চার্জেস বৃদ্ধির জন্য ৷ অটোমেটিক টেলার মেশিন অর্থাৎ এটিএম -এ ট্রানজাকশনের সময় এই অতিরিক্ত অর্থ দিতে হবে ৷ সারা দেশের সমস্ত এটিএমে এই নতুন নিয়মের প্রস্তাব করা হয়েছে ৷ এমন খবর দিয়েছে মানিলাইফ ৷

রিপোর্টে বলা হয়েছে কমিটি চায় টাকা উইথড্রলের ক্যাপও মাত্র ৫০০০ টাকা করে দেওয়া হোক ৷ যদি কোনও মানুষ বেশি টাকা তুলতে চায় তাহলে লেভি চার্জের প্রস্তাব দিয়েছে কমিটি ৷ মানিলাফইের খবর অনুযায়ী এই কমিটির প্রস্তাব করা রিপোর্ট জনগণের জন্য খুলে দেওয়া হয়নি ৷ তবে হায়দরাবাদের এক টেকি শ্রীকান্ত এল রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্যের অধিকারের ভিত্তিতে দায়ের করা আবেদনে এই রিপোর্ট দেখার অধিকার চেয়েছেন ৷

আরও পড়ুন: সংস্রব ছিন্ন! পাক হাইকমিশনের অর্ধেক কর্মীকে ফেরত পাঠাচ্ছে নয়াদিল্লি

গত বছর ATM ইন্টার চেঞ্জ ফি পরিকাঠামো নিয়ে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি হয়েছিল ৷ তারা নিজেদের প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছে ৷ এটা সেন্ট্রাল ব্যাঙ্ককে জমা দিয়েছে ৷ তবে এটা জানা যায়নি আরবিআই এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে কিনা ৷ মানিলাইফের রিপোর্ট অনুযায়ী কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধির ৷ নইলে ২ টাকা থেকে ১৭ টাকা অবধি ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ও ৭ থেকে ৫ টাকা অবধি নন ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে নেওয়া হবে ৷ সারা দেশে ১০ লক্ষের বেশি জনতা যুক্ত এলাকার এটিএম ব্যবহারকারী এই চার্জের আওতায় আসবেন ৷আর যেখানে দশ লক্ষের কম জনগণ বাস করেন সেখানে কমিটির প্রস্তাব ২৪ শতাংশ বৃদ্ধির ৷

আরও পড়ুন: চাওয়ালার মেয়ে, ছিল না স্কুল ফি দেওয়ার ক্ষমতা, আজ তিনি বায়ুসেনার ফাইটার পাইলট

Exit mobile version