ATM থেকে টাকা তোলার লিমিট হোক ৫০০০, বেশি তুললে বাড়তি চার্জ, প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্ক কমিটির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: Reserve Bank of India- র নিয়োগ করা কমিটি প্রস্তাব দিল ইন্টার চেঞ্জ চার্জেস বৃদ্ধির জন্য ৷ অটোমেটিক টেলার মেশিন অর্থাৎ এটিএম -এ ট্রানজাকশনের সময় এই অতিরিক্ত অর্থ দিতে হবে ৷ সারা দেশের সমস্ত এটিএমে এই নতুন নিয়মের প্রস্তাব করা হয়েছে ৷ এমন খবর দিয়েছে মানিলাইফ ৷

রিপোর্টে বলা হয়েছে কমিটি চায় টাকা উইথড্রলের ক্যাপও মাত্র ৫০০০ টাকা করে দেওয়া হোক ৷ যদি কোনও মানুষ বেশি টাকা তুলতে চায় তাহলে লেভি চার্জের প্রস্তাব দিয়েছে কমিটি ৷ মানিলাফইের খবর অনুযায়ী এই কমিটির প্রস্তাব করা রিপোর্ট জনগণের জন্য খুলে দেওয়া হয়নি ৷ তবে হায়দরাবাদের এক টেকি শ্রীকান্ত এল রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্যের অধিকারের ভিত্তিতে দায়ের করা আবেদনে এই রিপোর্ট দেখার অধিকার চেয়েছেন ৷

আরও পড়ুন: সংস্রব ছিন্ন! পাক হাইকমিশনের অর্ধেক কর্মীকে ফেরত পাঠাচ্ছে নয়াদিল্লি

গত বছর ATM ইন্টার চেঞ্জ ফি পরিকাঠামো নিয়ে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি হয়েছিল ৷ তারা নিজেদের প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছে ৷ এটা সেন্ট্রাল ব্যাঙ্ককে জমা দিয়েছে ৷ তবে এটা জানা যায়নি আরবিআই এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে কিনা ৷ মানিলাইফের রিপোর্ট অনুযায়ী কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধির ৷ নইলে ২ টাকা থেকে ১৭ টাকা অবধি ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ও ৭ থেকে ৫ টাকা অবধি নন ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে নেওয়া হবে ৷ সারা দেশে ১০ লক্ষের বেশি জনতা যুক্ত এলাকার এটিএম ব্যবহারকারী এই চার্জের আওতায় আসবেন ৷আর যেখানে দশ লক্ষের কম জনগণ বাস করেন সেখানে কমিটির প্রস্তাব ২৪ শতাংশ বৃদ্ধির ৷

আরও পড়ুন: চাওয়ালার মেয়ে, ছিল না স্কুল ফি দেওয়ার ক্ষমতা, আজ তিনি বায়ুসেনার ফাইটার পাইলট

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest