Site icon The News Nest

কুসুমের রং সবুজ! বিরল ডিম কিনতে খামারে জমছে ভিড়

ওয়েব ডেস্ক: হলদে নয়, ডিমের কুসুমের রং সবুজ৷ তাও আবার একটি নয়, একসঙ্গে সাত সাতটি মুরগি এমন বিরল ডিম পাড়ছে কেরলের  মালাপ্পুরামের একটি খামারে৷ 

এমন কী, ডিম রান্না করার পরেও কুসুমের রং অপরিবর্তিতই থাকছে! জানা গিয়েছে মালাপ্পুরামে শিয়াবুদ্দিন নামে একব্যক্তির খামারে এই কাণ্ড ঘটেছে৷ঘটনার সূত্রপাত ৯ মাস আগে৷ একটি মুরগির ডিমের কুসুমের রং সবুজ দেখে বাকি ডিমগুলো ফুটতে দেন খামার মালিক শিয়াবুদ্দিন৷ সেই ডিম ফুটে স্বাভাবিক নিয়মে বাচ্চাও বেরিয়েছিল৷ সেই শুরু, আপাতত খামারে এমন সাতটি মুরগি রয়েছে যেগুলি এমন সবুজ কুসুমের ডিম পাড়ছে৷ তবে এই মুরগিগুলির আকার কিছুটা ছোট৷খামার মালিক প্রথমে ভেবেছিলেন, হয়তো মুরগিদের দেওয়া খাবারে কোনও সমস্যা রয়েছে৷

আরও পড়ুন: শুরু হয়ে গেল রেলের অনলাইন বুকিং, জেনে নিন ভাড়া ও নিয়ম বিধি…


ওই খামারে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে৷ মনে করা হচ্ছে, ক্রস ব্রিডিং-এর ফলে জিনগতপরিবর্তনের কারণেই এমন সবুজ ডিম পাড়ছে কয়েকটি মুরগি৷পশুচিকিৎসকরা অবশ্য মনে করছেন, এই সবুজ ডিম নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা হওয়া উচিত৷এমন বিরল ডিমের খবর ছড়িয়ে পড়তেই শিয়াবুদ্দিনের খামারে প্রচুর মানুষ ভিড় করছেন৷ অনেকেই এইডিম চেখে দেখতে চাইছেন৷বাইরে থেকে অবশ্য ডিমগুলিকে দেখলে সাধারণ ডিমের সঙ্গে ফারাক করা যাবে না৷খামারের কুড়িটির মধ্যে সাতটি মুরগি এই সবুজ ডিম পাড়ছে৷ কীভাবে এই ডিমের উৎপাদন বাড়িয়ে চাহিদা সামাল দেওয়া যায়, ওই খামার মালিক এখন সেই পরিকল্পনাই করছেন৷

আরও পড়ুন: ছুটে যাচ্ছে ‘দাবানল’, কিন্তু গাছ-ঘাস কিছুই পুড়ছে না আগুনে! দেখে নিন অদ্ভুত ভিডিও…

Exit mobile version