কুসুমের রং সবুজ! বিরল ডিম কিনতে খামারে জমছে ভিড়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: হলদে নয়, ডিমের কুসুমের রং সবুজ৷ তাও আবার একটি নয়, একসঙ্গে সাত সাতটি মুরগি এমন বিরল ডিম পাড়ছে কেরলের  মালাপ্পুরামের একটি খামারে৷ 

এমন কী, ডিম রান্না করার পরেও কুসুমের রং অপরিবর্তিতই থাকছে! জানা গিয়েছে মালাপ্পুরামে শিয়াবুদ্দিন নামে একব্যক্তির খামারে এই কাণ্ড ঘটেছে৷ঘটনার সূত্রপাত ৯ মাস আগে৷ একটি মুরগির ডিমের কুসুমের রং সবুজ দেখে বাকি ডিমগুলো ফুটতে দেন খামার মালিক শিয়াবুদ্দিন৷ সেই ডিম ফুটে স্বাভাবিক নিয়মে বাচ্চাও বেরিয়েছিল৷ সেই শুরু, আপাতত খামারে এমন সাতটি মুরগি রয়েছে যেগুলি এমন সবুজ কুসুমের ডিম পাড়ছে৷ তবে এই মুরগিগুলির আকার কিছুটা ছোট৷খামার মালিক প্রথমে ভেবেছিলেন, হয়তো মুরগিদের দেওয়া খাবারে কোনও সমস্যা রয়েছে৷

আরও পড়ুন: শুরু হয়ে গেল রেলের অনলাইন বুকিং, জেনে নিন ভাড়া ও নিয়ম বিধি…


ওই খামারে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে৷ মনে করা হচ্ছে, ক্রস ব্রিডিং-এর ফলে জিনগতপরিবর্তনের কারণেই এমন সবুজ ডিম পাড়ছে কয়েকটি মুরগি৷পশুচিকিৎসকরা অবশ্য মনে করছেন, এই সবুজ ডিম নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা হওয়া উচিত৷এমন বিরল ডিমের খবর ছড়িয়ে পড়তেই শিয়াবুদ্দিনের খামারে প্রচুর মানুষ ভিড় করছেন৷ অনেকেই এইডিম চেখে দেখতে চাইছেন৷বাইরে থেকে অবশ্য ডিমগুলিকে দেখলে সাধারণ ডিমের সঙ্গে ফারাক করা যাবে না৷খামারের কুড়িটির মধ্যে সাতটি মুরগি এই সবুজ ডিম পাড়ছে৷ কীভাবে এই ডিমের উৎপাদন বাড়িয়ে চাহিদা সামাল দেওয়া যায়, ওই খামার মালিক এখন সেই পরিকল্পনাই করছেন৷

আরও পড়ুন: ছুটে যাচ্ছে ‘দাবানল’, কিন্তু গাছ-ঘাস কিছুই পুড়ছে না আগুনে! দেখে নিন অদ্ভুত ভিডিও…

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest