Wimbledon 2022 : টেমসের তিরে ‘আরব বসন্ত’, সেমিফাইনালে প্রথম আরব মহিলা জাবেউর
![ons scaled](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/07/ons-scaled.jpg)
ইতিহাস তৈরি হল এবারের উইম্বলডন (Wimbledon) প্রতিযোগিতায়। আরবের দেশের প্রথম মহিলা টেনিস তারকা হিসেবে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন জাবেউর। মারি বুজকোভাকে ৩-৬, ৬-১, ৬-১ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন টিউনিশিয়ার এই খেলোয়াড়। গতবার তিনি উঠেছিলেন ইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। ম্যাচের পর জাবেউর বলেছেন, “এই অনুভূতি বলে বোঝাতে পারব না। অনেক দিন ধরেই সেমিফাইনালে ওঠার চেষ্টা […]