ভাইফোঁটার হরেক নাম, রাজ্যভেদে বদলে যায় নাম, ক’টা পর্যন্ত দেওয়া যাবে ভাইফোঁটা?

bhai fota

ফি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের তিথিতে বাঙালি মেতে ওঠে ভ্রাতৃদ্বিতীয়ায়। ভাইয়ের দীর্ঘ ও সুস্থ জীবনের কামনায় বোনেরা ফোঁটা দেন এই দিনটিতে। দেশজুড়েই পালিত হয় এই উৎসব। তবে এক এক রাজ্যে এই উৎসব এক এক নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ এই উৎসবকে ‘ভাইফোঁটা’ বলেই ডাকেন। কেউ কেউ বড় জোর বলে থাকেন ‘ভ্রাতৃদ্বিতীয়া’।তবে এই অনুষ্ঠান বাঙালি জনপ্রিয় […]