প্রথম হিন্দু মহিলা হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ পরীক্ষায় পাশ সানার, ৭৩ বছরে রচিত হল ইতিহাস

sana ramchand

ইতিহাস গড়লেন সানা রামচাঁদ। পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দু মহিলা হিসেবে ‘সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস’ (সিএসএস) পরীক্ষায় পাশ করে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসে (পিএএস) নির্বাচিত হলেন। যা পাকিস্তানের সর্বোচ্চ পরীক্ষা। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সানা অভিনন্দনে ভেসে গিয়েছেন। সিন্ধ প্রদেশে (পাকিস্তানের যে প্রদেশে সবথেকে বেশি হিন্দুর বাস) শিকারপুর জেলার গ্রামীণ এলাকার বাসিন্দা সানা এমএমবিএস করেছেন। সিএসএস […]