Class of 83 trailer: পুলিশের ‘সত্যিকারের’ এনকাউন্টারের গল্প, প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে ববি দেওল

Class Of 83 On Netflix Meet Bobby Deols Cop Dean

‘সোলজার’, ‘করীব’, ‘গুপ্ত’-এর মতো হিট ছবির নায়ককে এ বার নেটফ্লিক্সে দেখা যাবে ‘ক্লাস অফ ৮৩’ ছবিতে। ববি দেওল ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুপ সোনি, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ প্রধান প্রমুখ। আজ মুক্তি পেল ছবিটির ট্রেলার। আর ছবিটি মুক্তি পাবে ২১ অগস্ট। প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারে মুম্বই পুলিশের নানা দিক তুলে ধরা হয়েছে। […]