XXX বিতর্ক: ভারতীয় সেনাকে অপমানের অভিযোগ, আপত্তিকর দৃশ্য ছাঁটলেন একতা

মুম্বই: বিতর্ক থামছে না একতা কাপুরের ওয়েব সিরিজ XXX আনসেন্সার্ড নিয়ে। একের পর এক অভিযোগ দায়েরের পর চাপের মুখে পড়ে অল্ট বালাজির তরফে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  দিন কয়েক আগেই ভারতীয় সেনাকে অপমানের অভিযোগ উঠেছিল প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে। একতা প্রযোজিত ‘ট্রিপল এক্স’ (XXX) সিরিজে জাতীয় প্রতীক, হিন্দু দেবদেবী এবং ভারতীয় জওয়ানদের অপমান করার অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশ […]