জেনে নিন রবীন্দ্রসঙ্গীতের কয়েকজন অপ্রতিদ্বন্দ্বী লেজেন্ডের নাম, শুনে নিন তাঁদের কণ্ঠে গান

Rabindranath Tagore

ওয়েব ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট গানের সংখ্যা ২২৩২,এই গানগুলি গীতবিতানে সংকলিত হয়েছে। তাঁর গানের কথায় উপনিষদ,সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব রয়েছে। রয়েছে হাফিজের প্রভাব। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ছিলেন হাফিজের কবিতার একনিষ্ঠ ভক্ত। এক সময় হাফিজের সব কবিতা তাঁর মুখস্ত ছিল। মিষ্টিক পারস্যের কবির কবিতা রবীন্দ্রনাথের কবিতাকে আরও সমৃদ্ধ করে। গানের সুরে […]