Covid-19: ‘সামাজিক দূরত্ব নয়’ কথাটি হবে ‘শারীরিক দূরত্ব’, মমতার কথা মানল কেন্দ্র

করোনা সংক্রমণের একেবার প্রথম দিকে ‘সামাজিক দূরত্ব’ কথাটির প্রচলন হয়। সমস্তরকম করোনা বিধির ক্ষেত্রে ব্যবহার করা হত এই শব্দদুটিই। দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে প্রথম তৃণমূল কংগ্রেসই দাবি করে ‘সামাজিক দূরত্ব’ (Social Distancing) কথাটি ঠিক নয়। এতে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়। করোনা রোগীরা আরও বেশি মানসিক সমস্যা পড়েন। তাই এর পরিবর্তে ব্যাবহার করা হোক ‘শারীরিক […]