Aurora: ভারতের আকাশেও মেরুজ্যোতি! লাদাখের আকাশে ঢেউ আলোর রশ্মির

aurora scaled

লাদাখের আকাশে আবারও রহস্যজনক রক্তিম আলোর খেলা। রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী রইলেন ভারতীয় গবেষকরা। ওই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দিও করতে সক্ষম হয়েছেন তাঁরা। তাতে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলেই মনে হয়েছে ওই রক্তিমবর্ণ আভাকে। (Aurora in Ladakh) লাদাখের হানলেতে রয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি। তাদের ৩৬০ ডিগ্রি ক্যামেরায় ধরা পড়ে ২২ ও ২৩ এপ্রিলে লাদাখের আকাশে […]