New Parliament Inauguration: সেঙ্গলের সামনে সাষ্টাঙ্গ প্রণাম মোদীর, তিথি – নক্ষত্র মেনে সংসদে প্রতিষ্ঠিত রাজদণ্ড
দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার আগেই বিশেষ পুজোপাঠের সঙ্গে ঘড়ি ধরে নির্দিষ্ট তিথি মেনে হল সেঙ্গল স্থাপনা। সকাল ঠিক ৭টা ৫২ মিনিটে মোদির হাতে ওই ‘ন্যায়দণ্ড’ তুলে দেয় ২১টি অধিনাম। বিশিষ্ট জ্যোতিষী পণ্ডিত গজানন কৃষ্ণ মহারাজ জানাচ্ছেন, এই সময়কালকে বেছে নেওয়ার নির্দিষ্ট কারণ রয়েছে। তিনি টুইটারে এই বিষয়ে […]