Shiv Sena MP: হাসপাতালে ৩১ রোগীমৃত্যুর জের, ডিনকে দিয়েই শৌচালয় সাফ করালেন শিবসেনা সাংসদ

APP

তিনদিনে হাসপাতালে ৩৫ রোগীর মৃত্যু! পরিস্থিতি খতিয়ে দেখতেই হাসপাতালে হাজির হয়েছিলেন শিবসেনা সাংসদ হেমন্ত পাটিল। বেহাল দশা দেখে ক্ষেপে লাল সাংসদ। সরকারি হাসপাতালের ডিনের হাতে ধরিয়ে দিয়েছিলেন ঝাড়ু। দাঁড়িয়ে থেকে পরিষ্কার করেছিলেন হাসপাতালের শৌচালয়। তা নিয়েও বিস্তর বিতর্ক শুরু হয়। এবার সাংসদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মাত্র চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রের (Maharashtra) নান্দের জেলায় শংকররাও চভন […]