Breaking: তামিল নাডুতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ২, গুরুতর আহত ১৭

The News Nest: এবার তামিলনাড়ুর নেইভেলি লিগনাইট পাওয়ার প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে স্টেজ-২ এর অন্তর্গত ৫ নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটে।  ২ জন মারা গিয়েছেন। অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।  এ দিন কাড্ডালোরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এম শ্রী অভিনব জানিয়েছেন, ‘নেইভেলি লিগনাইট-এর তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার ফেটে ৬ জন মারা গিয়েছেন ও ১৭ জন জখম হয়েছেন।’ সংবাদসংস্থা […]