শীত পড়তেই দাঁতে ব্যথা? এই কয়েকটি খাবার এড়িয়ে চলুন

Tooth Pain scaled

গত কয়েকদিনে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। ঠান্ডার মালুম ভালই হচ্ছে। এই শীত পড়ার পর পরই অনেকেই দাঁতের যন্ত্রণায় কাবু হয়ে যান। রাত হতেই দাঁতে কনকনানি হয়। সেরকম কিছুই খাওয়া যায় না। এদিকে কষ্ট পেতে হয়। এই সময় বেশ কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে দাঁতে ব্যথা থেকেও কিছুটা আরাম পাওয়া যায়। ঠান্ডা […]