Site icon The News Nest

ক্যালেন্ডার মিলিয়ে বেড়ানোর প্ল্যান করুন, জেনে নিন ২০২১-এ কতগুলো ছুটি?

Travel Plan

বেড়াতে তো সকলেই ভালবাসেন। প্ল্যানিংয়ের সময় সবার আগে ছুটি পাওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অফিসে জমিয়ে রাখা ছুটি অনেকেই বেড়ানোর জন্য ব্যবহার করেন। আবার অনেকে বিশেষ দিনের ছুটির সঙ্গে একটা বা দুটো পাওনা ছুটি নিয়ে লম্বা সফরে যান। অতিমারির পরিস্থিতিতে এই বছর অনেকেই বেড়াতে যেতে পারেননি। তাঁরা হয়তো ২০২১-এ পরিকল্পনা করছেন। একবার ছুটির লিস্টে চোখ বুলিয়ে নিন।

জানুয়ারি

১ জানুয়ারি শুক্রবার। অনেকেরই ছুটির দিন। এর সঙ্গে মিলিয়ে নিতে পারেন ২জানুয়ারি শনিবার এবং ৩ জানুয়ারি রবিবারের ছুটি।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার মকর সংক্রান্তির ছুটি যাঁরা পাবেন, ১৫ জানুয়ারি শুক্রবারের ছুটিটা তাঁকে নিতে হবে। তাহলেই উইকেন্ড মিলিয়ে টানা চারদিনের ছুটি।

২৩ জানুয়ারি শনিবার। অনেকেরই পাওনা ছুটি মিস। সেক্ষেত্রে ২৫ জানুয়ারি সোমবার ছুটি নিলে টানা চারদিনের ট্যুর প্ল্যান করতে পারেন।

ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সরস্বতী পুজো। এই ছুটিটা কাজে লাগাতে চাইলে ১৫ ফেব্রুয়ারি সোমবার একটা ছুটির অ্যাপ্লিকেশন করুন। আগের উইকেন্ড মিলিয়ে চারদিনের টানা ছুটি।

আরও পড়ুন: 21বরফের চাদরে ঢাকল সান্দাকফু,দার্জিলিংয়ে মরসুমের প্রথম তুষারপাত

মার্চ

১১ মার্চ বৃহস্পতিবার শিবরাত্রি, ছুটির দিন। ১২ মার্চ শুক্রবার একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নিলেই উইকেন্ড মিলিয়ে টানা চারদিন। ২৯ মার্চ সোমবার। দোলের ছুটি। টানা উইকেন্ড পাবেন।

এপ্রিল

২ এপ্রিল শুক্রবার, গুড ফ্রাইডে। এই লম্বা উইকেন্ড প্রত্যেক বছরই পাওয়া যায়।

মে

১৩ মে, বৃহস্পতিবার। ইদ উল ফিতরের ছুটি। ১৪ মে শুক্রবার একটা ছুটি পেলেই কেল্লাফতে! ফের টানা চারদিনের অপশন। জুন এবং জুলাই, অগস্ট, সেপ্টেম্বরে টানা ছুটির সম্ভবনা অন্তত ২০২১-এর ক্যালেন্ডারে নেই। ফলে অক্টোবরের অপেক্ষা।

অক্টোবর

১৫ অক্টোবর, শুক্রবার দশেরার ছুটি। এই উইকেন্ডটাও আপনার ট্রাভেল ট্যুরের জন্য আদর্শ।

নভেম্বর

৪ নভেম্বর, বৃহস্পতিবার দিওয়ালি। ৫ নভেম্বর, শুক্রবার একটা অফিশিয়াল ছুটি হলেও ফের লম্বা উইকেন্ড। ২০২১-এর ডিসেম্বর অবশ্য লম্বা ছুটির সুযোগ দিচ্ছে না।

আরও পড়ুন: হাত বাড়ালেই কমলালেবু, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ফ্রি, এই শীত ঘুরে আসুন উত্তরবঙ্গের এই জায়গা থেকে

Exit mobile version