Breakup Day 2022: Going through a breakup? Things to remember; tips to heal

Breakup Day 2022: অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে উদযাপন করুন অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহের শেষ দিন

অ্যান্টি-ভ্যালেন্টাইন্স সপ্তাহের (Anti Valentine Week) শেষ দিন আজ । সপ্তাহের শুরু হয়েছিল স্ল্যাপ ডে দিয়ে । শেষ হচ্ছে ব্রেকআপ ডে (Breakup Day) দিয়ে । ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয় ব্রেকআপ ডে । অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসার একেবারে সঠিক দিন হল আজ ।

কিন্তু চাইলেই কি এটি মেনে নেওয়া যায়? সম্পর্কের ভাঙার সঙ্গে সঙ্গে মনের উপর তার চাপ পড়ে। এই অবস্থায় কয়েকটি কাজ করতে হয়, এবং কয়েকটি কাজ থেকে দূরে থাকতে হয়।

আরও পড়ুন: Funny Video: রুটি নিয়ে পালাল ভেড়া ও গাধায়! ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা

এক্ষেত্রে কী কী করবেন:

  • মেনে নিন সম্পর্কটা ভেঙে গিয়েছে। তার জন্য কষ্ট হতে পারে। কিন্তু সেটা মেনে নেওয়াই ভালো।
  • সম্পর্কের যা যা ভালো কিছু ছিল, সেগুলি মনে করুন। তাতে মন হাল্কা হবে।
  • শুধু নিজের না, অন্য মানুষটারও আঘাত পাওয়ার জায়াগগুলি ভাবুন।
  • ভেঙে যাওয়া সম্পর্কটি হওয়ার আগে আপনি যে মানুষ ছিলেন, সেই মানুষটি হয়ে যাওয়ার চেষ্টা করুন।
  • পারলে নিজের ভুলগুলির জন্য নিজেকে ক্ষমা করে দিন।

কী কী করবেন না:

  • একা হয়ে যাবেন না। তাহলে পুরনো কথা বারবার ফিরে আসবে।
  • পুরনো প্রসঙ্গ নিয়ে কথা চালিয়ে যাবেন না। নিজের মনে মনেও নয়। তাহলে আরও বিরক্ত লাগবে। সময় নষ্ট হবে।
  • এটা হলে কী হত, ওটা হলে কী হত— এই সব বিষয় নিয়ে ভাববেন না।
  • প্রতিশোধের ইচ্ছা মনের মধ্যে আনবেন না। তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে আপনারই।

আরও পড়ুন: ২০ টাকার নোটে লেখা ‘রাশি বেওয়াফা হ্যায়’! রহস্যময়ীর খোঁজে টুইটার তোলপাড়