Flash Flood Update: Mamata Banerjee announces ex gratia

মাল নদীতে বিসর্জনের রাতে হড়পা বানে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার

দশমীর রাতে নদীতে ভেসে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ৷ জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন হচ্ছিল ৷ রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ হড়পা বান নেমে আসে নদীতে ৷ নদীর স্রোতে ভেসে যান বহু মানুষ ৷ বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৭ ছিল ৷ বৃহস্পতিবার তা বেড়ে হয় ৮ ৷ এতে মালবাজারের চা বাগান এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন । এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীম মমতা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । একইসঙ্গে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee Tweets)। টুইট করে তিনি লিখেছেন, “দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বান আছড়ে পড়ে । ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি ।” তিনি আরও জানান, ১৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন । মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার ৷

এই প্রথম নয়। এর আগে ভারতের বহু জায়গায়, এমনকি এ রাজ্যেও হড়পা বানের প্রভাবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।স্বাভাবিক বন্যার সময় জলপ্রবাহের গতিবেগ পরিমাপ করা গেলেও হড়পা বান কম সময়ের মধ্যে এত দ্রুত গতিতে আসে যে, তার জলপ্রবাহের গতিবেগ পরিমাপ করা বেশ কঠিন।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে তিনি লিখেছেন, ‘‘জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি ক্ষুব্ধ। এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’’