আজ রাজধানীতে দাদা বনাম বাদশা, তুঙ্গে উত্তেজনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দ্বাদশ আইপিএল-এ ঘরের মাঠে পর পর দুটি ম্যাচ জিতে দারুন ছন্দে কিং খানের কলকাতা। অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বইকে হারালেও পরের ম্যাচেই ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরেছে দিল্লি। শনিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লির মুখোমুখি কলকাতা। একদিকে কেকেআরের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা, অন্যদিকে দিল্লির টার্গেট ঘরের মাঠে জয়ে ফেরা। শনিবার লড়াই দুই উইকেটকিপারের। ছন্দে ঋষভ পন্থ এখনও রান পাননি দীনেশ কার্তিক। বিশ্বকাপের দলে দ্বিতীয় উইকেটকিপার ক হবেন সেই লড়াই আজ রাজধানীতে!

শেষবার এই দৈরথ হয়েছিল ২০১২ সালে। যখন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন পুনে ওয়ারিয়ার্সের অধিনায়ক। তবে, এবার আর অধিনায়ক হিসেবে নয়, নিজের শহরের দলের বিরুদ্ধে দাদা নামছেন দিল্লি ক্যাপিট্যালসের উপদেষ্টা হিসেবে। ২০১২ তে দুবারই হেরে গিয়েছিলেন সৌরভ। এবার হয়তো, মাঠের বাইরে ডাগ আউট থেকে তাঁর বদলা নেবেন মহারাজ। কারণ, দিল্লির দলটাকে এবার অন্যরকম লাগছে। গত কয়েক বছরে লাগাতার ব্যর্থতার পর, এবারে একঝাঁক তরুণ তারকা সম্বলিত দিল্লি ক্যাপিটালস লড়াই দেওয়ার ক্ষমতা রাখে।এদিকে মুখোমুখি লড়াইয়ে অ্যাডভান্টেজ কলকাতা। ২২ বারের সাক্ষাতে কলকাতা জিতেছে ১৩ বার আর দিল্লি জিতেছে ৯টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। আজকের ম্যাচে দুই দলে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভবনা বেশ কম। একনজরে দেখে নিই কলকাতা ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ –

কলকাতার সম্ভাব্য একাদশ : সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, ঘুভমান গিল, দীনেশ কার্তিক(অধিনায়ক), আন্দ্রে রাশেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ।

দিল্লির সম্ভাব্য একাদশ :  পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার(অধিনায়ক),ঋষভ পন্থ, কলিন ইনগ্রাম, ক্রিস ওকস/ক্রিস মরিস, অক্ষর প্যাটেল/সন্দীপ লামিছানে, রাহুল তেওটিয়া, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest