দেশের একমাত্র এই কেন্দ্রে ভোট নেওয়া হবে ব্যালটে, জেনে নিন কেন ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দেশের সব জায়গায় ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও তেলেঙ্গানার একটি কেন্দ্রে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। কারণ জানলে অবাক হবেন।তেলেঙ্গানার নিজামাবাদ কেন্দ্রের জন্য বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। কারণ এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে রয়েছে মোট ১৮৫ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন ১৭৮ জন কৃষক।কোনও ইভিএম-এ মোট ৬৪ জন প্রার্থীর নাম ব্যবহার করা যায়। ফলে ব্যালট ব্যবহার করতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন।

BALLOT PAPERS1
ভোট ময়দানে কৃষকরা

কৃষির সমস্যা নিয়ে বহুদিন ধরেই সরব ছিলেন রাজ্যের কৃষকরা। এবার তারা ভোটের ময়দানে নেমে পড়েছেন। বিশেষ করে মশলা চাষীরা একযোগে ভোটে দাঁড়িয়ে পড়েছেন। বৃহস্পতিবার ছিল মনোনয়ণ পত্র প্রত্যাহারের শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র রজত কুমার জানিয়েছেন, নিজামাবাদ কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৮৫ প্রার্থী।নিজামাবাদ কেন্দ্র থেকে লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে কবিতা। তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের মধু গৌড়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest