রেকর্ড করা অনুষ্ঠানও ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার নয়, নমো টিভিকে স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ভোট মরশুমে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে নতুন চ্যানেল নমো টিভির। আগামী ৪৮ ঘন্টায় যেসব এলাকায় ভোট হতে চলেছে, সেখানে নমো টিভিকে কোনোরকম নির্বাচনী প্রচার চালানোর অনুমতি দেওয়া হবে না এবং প্রধানমন্ত্রীর প্রাক রেকর্ডকৃত বক্তৃতাও সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচনী কর্মকর্তা।

ভোট ঘোষণার কিছু দিনের মধ্যেই চালু হয় নমো টিভি। প্রথমে এটিকে বিজ্ঞাপনের চ্যানেল বলা হলেও এনিয়ে সরব হয় কংগ্রেস ও আম আদমি পার্টি। তাদের দাবি, মোদীর হয়ে প্রচার করার জন্যই তৈরি হয়েছে নমো টিভি।গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নমো টিভিতে কোনও জনৈতিক বিষয়বস্তু বা বিজ্ঞাপন প্রচার করা যাবে না। তা করতে গেল নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে।

সম্প্রতি,  দিল্লির নির্বাচন আধিকারিক দফতরের মিডিয়া সার্টিফিকেশনস অ্যান্ড মানিটারিং কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়, নমো টিভিতে যা প্রচার করা হচ্ছে তা প্রধানমন্ত্রীর বক্তৃতার রেকর্ড। এরপরই কমিশন জানতে চায় ওইসব বিষয়বস্তুকে কমিশন ছাড়পত্র দিয়েছে কিনা তা দেখে নিতে হবে। যদি তা না হয় তাহলে তা প্রচার করা যাবে না। এতদিনে এবার তা নির্দেশ আকারে এল। এদিকে, দিল্লির চিফ ইলেকট্রোরাল অফিসারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৬ দফার জন্য নমো টিভিতে সম্প্রচারিত বিষয়বস্তুর ওপরে নজর রাখা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest