অ্যানড্রয়েড ও আইওএস ফোনে হোয়াটসঅ্যাপের ‘ডার্ক অন’ করতে চান? জেনে নিন পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ‘ডার্ক মোড’ এই ফিচারটি বেশ কয়েকটি অ্যাপেই রয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, গুগল অ্যাপ, গুগল ক্রম ইত্যাদিতে এই ‘ডার্ক মোড’ অফ এবং অন করার পদ্ধতি বিভিন্ন অ্যাপ এবং স্মার্টফোন ভেদে আলাদ।

দেখে নেওয়া যাক, অ্যানড্রয়েড ও আইওএস ফোনে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড অন করার পদ্ধতি কী রকম–

অ্যানড্রয়েড ফোনে –

প্রথমেই যেতে হবে সেটিংসে,

সেখান থেকে ডিসপ্লে

সেখান থেকে থিম,

থিম থেকে ডার্ক মোড।

ডার্ক মোড অন হয়ে গেলে সেটিং থেকে যেতে হবে অ্যাবাউট ফোনে।

স্ক্রল করে নীচের দিকে বিল্ড নম্বরে যেতে হবে। সাত বার সেখানে ক্লিক করতে হবে।

একটি পপ আপ আসবে।

সেখানে ‘ওভাররাইড ফোর্স ডার্ক’-এ ক্লিক করতে হবে। এতে করে অন্য অ্যাপেও ডার্ক থিম ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে এই ভাবে ডার্ক মোড অন হয়ে গেলেও চ্যাট বক্স ওয়ালপেপারে ডার্ক মোড অন হবে না। তার জন্য আরও একটি ধাপ।

যেতে হবে হোয়াটসঅ্যাপ সেটিংসে।

সেখান থেকে ওয়ালপেপার।

সেখানেই ‘নান’ অপশন সিলেক্ট করতে হবে।

ব্যস, ডার্ক মোড অন।

আইওএস ফোনের জন্য –

সেটিংস-এ যেতে হবে।

সেখান থেকে জেনারেল।

জেনারেল থেকে অ্যাকসেসিবিলিটি।

অ্যাকসেসিবিলিটি থেকে ডিসপ্লে অ্যাকোমোডেশন।

সেখান থেকে ইনভার্ট কালার অপশনে যেতে হবে।

সেখান থেকে আবার স্মার্ট ইনভার্ট।

এখানেও এই পদ্ধতির মাধ্যমে সব অ্যাপেই ডার্ক মোড অন হবে। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে  ডার্ক মোড অন করতে হলে যেতে হবে হোয়াটসঅ্যাপ সেটিংসে।

সেখান থেকে ওয়ালপেপার।

ওয়ালপেপার থেকে ‘নান’ সিলেক্ট করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest