এনআরএস কাণ্ডে হস্তক্ষেপ রাজ্যপালের, চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আরজি,চিঠিতে রোগীদের কথা ভাবার আবেদন মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: এনআরএস কাণ্ডে এবার হস্তক্ষেপ করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। পরিষেবা স্বাভাবিক করতে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আরজি জানিয়েছেন রাজ্যপাল। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, অবিলম্বে অচলাবস্থা কাটিয়ে কাজে ফিরুন। গোটা রাজ্যের চিকিৎসকদের কাছেই তাঁর আবেদন, দ্রুত কাজে ফিরে উপযুক্ত পরিষেবা দেওয়া শুরু করুন। সেইসঙ্গে তিনি চিকিৎসকদের আশ্বস্ত করেছেন, তাঁদের দাবিদাওয়া রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এবং দ্রুত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গত ১০ জুনের ঘটনায় যারা দোষী, তাদের শাস্তি নিশ্চিত করার ব্যপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন তিনি।

অন্যদিকে,  রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তারদের চিঠি লিখে মুখ্যমন্ত্রী আবেদন করে বলেছেন, ‘‌দয়া করে রোগীদের কথা ভাবুন। সব জেলা থেকে গরিব মানুষরা আসছেন। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করব যদি আপনারা হাসপাতালগুলির দিকে পূর্ণ নজর দেন। হাসপাতালগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া উচিত।’

এদিন বিকেলে ফের উত্তেজনা বাড়ে এনআরএস হাসপাতাল চত্বরে। মূল গেটে তালা দিয়ে যখন বিক্ষোভ চালাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা, সেসময় একদল বহিরাগত তালা ভেঙে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। তাদের ঠেলে সরিয়ে গেট বন্ধ করে দেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, ‘‌পুলিসের সামনেই বহিরাগতরা আমাদের লক্ষ্য করে ইট, জলভর্তি বোতল ছুড়েছে। পুলিস তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।’ ইটের ঘায়ে এক জুনিয়র ডাক্তার জখম হয়েছেন বলে খবর। এদিন সন্ধ্যায় ফের বৈঠক করেন আন্দোলনকারীরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীকে অন্তত একবার অবশ্যই এনআরএস–এ আসতে হবে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপরেই তাঁরা আন্দোলন প্রত্যাহারের কথা ভাববেন। না হলে আন্দোলন চলবে। রোগী পরিষেবার ব্যাপারে কোনও নির্দিষ্ট জবাব না দিয়ে আন্দোলনকারীরা বলেছেন, এবিষয়ে তাঁদের কর্তৃপক্ষই জবাব দেবে। নিজেদের আন্দোলনে সিনিয়রদেরও পাশে পেয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এদিন দুপুর ১২.‌৩০ মিনিট নাগাদ এসএসকেএম–এ গিয়ে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেছিলেন, চার ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ করা হবে। কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই কর্মবিরতি চলছে এনআরএস–এ। এনআরএস–এর আন্দোলনকারীরা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন  মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলতে এলেই তাঁরা আন্দোলন তুলে নিয়ে বহির্বিভাগ খোলার কথা ভাববেন।‌ তাঁরা বলেছেন,  ‘‌আমাদের আন্দোলনে কোনও রাজনৈতিক রং নেই। বিজেপিনেতা মুকুল রায়ের বক্তব্যকেও সমর্থন করি না আমরা। আমাদের একটাই পরিচয় আমরা ডাক্তার।’‌
এসএসকেএম–এ এদিন বিকেলে মিছিল করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর ‘‌আন্দোলনে সামিল বহিরাগতরা’‌, মন্তব্যের প্রতিবাদেই তাঁদের এই মিছিল বলে জানিয়ে তাঁরা বলেছেন, তাঁদের আন্দোলনে কোনও বহিরাগত নেই। সেখানেও একইভাবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তার এবং নার্সরা। তাঁরা বলেছেন, ‘‌আমরা পরিষেবা বন্ধ করতে চাই না। আমরা হৃদয় দিয়ে চিকিৎসা করি।’‌ হস্টেল খালি প্রসঙ্গে সিনিয়র চিকিৎসকদের সাফ জবাব, জুনিয়র ডাক্তাররা হস্টেল ছেড়ে চলে গেলে যে অল্প সংখ্যক চিকিৎসক থাকবেন তাঁদের দিয়ে যথাযথ পরিষেবা দেওয়া সম্ভব নয়।‌ ‌

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest