নববধূর বেশে সংসদে নুসরত, মিমির সঙ্গে শপথ নিলেন বাংলাতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: নিবনির্বাচিত তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী সংসদে শপথ নিলেন মঙ্গলবার। ব্যক্তিগত কাজে আটকে পড়ায় লোকসভার অধিবেশন শুরুর প্রায় এক সপ্তাহ বাদে শপথ নিলেন এই দুই টলি-তারকা সাংসদ। এ দিন তাঁরা বাংলায় শপথ নেন।

সাদা শাড়ি। চওড়া বেগুনি পাড়। লাল টিপ। হাতে চূড়া। সিঁথিতে চওড়া সিঁদুর। নুসরত জাহানের চেহারায় এখনও নতুন বিয়ের গন্ধ।সদ্য তুরস্কের বোদরুমে পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন নুসরত। সে কারণেই সংসদের প্রথম দিনে শপথ নিতে পারেননি বসিরহাটের এই তৃণমূল সাংসদ। গত শনিবার রাতে কলকাতায় ফিরেছেন নুসরত। তার পরই নিখিলকে নিয়ে চলে গিয়েছেন দিল্লি। মঙ্গলবার সংসদে বাংলায় শপথ নেন নুসরত। শুরুতে ‘সালাম ওয়ালেকুম’ এবং শপথ শেষে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায় সদ্য নির্বাচিত সাংসদের গলায়। পরে স্পিকারের পায়ে হাত দিয়েও প্রণাম করতে দেখা যায় তাঁকে।

নুসরতের সঙ্গেই এ দিন শপথ নেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও। নুসরতের বিয়েতে যোগ দিতে বোদরুমে যাওয়ায় তিনিও প্রথম দিন শপথ নিতে পারেননি। সাদা সালোয়ার কামিজে সেজে বাংলায় শপথ নেন মিমিও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest