রাজীব গান্ধীকে নিয়ে মন্তব্য করায় মোদীর সমালোচনায় সরব খোদ বিজেপি নেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে ‘ভ্রষ্টাচারী নাম্বার ওয়ান’ মন্তব্যের জন্য এবার দলের মধ্যেই সমালোচিত হলেন নরেন্দ্র মোদী৷ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি শ্রীনিবাস প্রসাদ এই নিয়ে মুখ খুললেন৷ স্পষ্টতই জানিয়ে দেন, রাজীব গান্ধীকে নিয়ে নরেন্দ্র মোদীর ওই মন্তব্য করা উচিত হয়নি৷

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী ও ছ’বারের সাংসদ ভি শ্রীনিবাস প্রসাদ অটল জমানার মন্ত্রী ছিলেন৷ পরে দলের সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেসে যোগ দেন৷ কিন্তু ২০১৭ সালে পুরোনো দলেই ফিরেই আসেন৷ তিনি জানান, ‘‌বোফর্স দুর্নীতি নিয়ে রাজীবের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা গ্রহণযোগ্য নয়৷ রাজীব গান্ধীকে নিয়ে মোদী যা বলেছেন তা একেবারেই বলা উচিত হয়নি৷ কোনও প্রয়োজন ছিল না তাঁর নাম টেনে আনার৷ রাজীব গান্ধী দুর্নীতির অভিযোগ গায়ে নিয়ে মারা যাননি৷ এলটিটিই পরিকল্পনা করে রাজীব গান্ধীকে হত্যা করে৷ অটল বিহারী বাজপেয়ীর মতো প্রবাদপ্রতিম নেতারাও রাজীব সম্পর্কে উচ্চ প্রশংসা করে গিয়েছেন৷ উনি খুব ছোট বয়সেই বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন৷’‌

কিছুদিন আগে উত্তরপ্রদেশের জনসভায় দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাবা ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে আনেন৷ জানান, বাপ ভ্রষ্টাচারি নম্বর ওয়ান৷ তাঁর মোসাহেবরা রাজীবকে মিঃ ক্লিন বলে ডাকলেও দুর্নীতি তকমা গায়ে মেখেই মারা যান৷ মোদীর এই মন্তব্য ভোটের মুখে তুমুল সমালোচনার ঝড় তোলে৷ সমালোচনায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি বিরোধী দলগুলি। এবার দেখা গেল কংগ্রেস তো বটেই বিজেপি নেতাদের একাংশ এই মন্তব্যের সঙ্গে একমত নন৷

এদিকে এদিনই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপি সমর্থিত ভিপি সিংয়ের সরকার রাজীব গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি৷ বিজেপির প্রবল বিদ্বেষের কারণে প্রাণ হারান তিনি৷ রাজীব গান্ধীকে ‘ভ্রষ্টাচারী নাম্বার ওয়ান’ বলার পর থেকে নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কংগ্রেস৷ এদিন দলের হয়ে সাত সকালে ময়দানে নামেন একসময় সোনিয়ার ব্যক্তিগত উপদেষ্টা আহমেদ প্যাটেল৷ একটি ট্যুইট করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লেখেন, গোয়েন্দা সংস্থা থেকে রাজীবের প্রাণনাশের আশঙ্কা করা হয়েছিল৷ বারবার বলা স্বত্ত্বেও তাঁর নিরাপত্তা বাড়ায়নি তৎকালীন বিজেপি সমর্থিত ভিপি সিংয়ের সরকার৷ বিজেপির ঘৃণা ও বিদ্বেষের বলি হন রাজীব৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest