রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ? এ বার ঋতুপর্ণাকে ডাক ইডি-র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার রোজভ্যালি কাণ্ডে ইডির নিশানায় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একাধিক অভিযোগ উঠেছে টালিগঞ্জের এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে। ইডির তরফে তলব করা হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ – এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷

ইডি সূত্রের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বিজ্ঞাপন সংক্রান্ত লেনদেন হলেও, ঋতুপর্ণার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। জানা গিয়েছে, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর থেকে ঋতুপর্ণা একাধিকবার বিদেশ যাওয়ার বিমান ভাড়া নিয়েছিলেন। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা সর্বজনবিদিত।কী কারণে রোজভ্যালির থেকে ঋতুপর্ণা বিমান ভাড়া নিয়েছেন, ওই সংস্থাই বা কেন অভিনেত্রীকে ওই খরচ দিয়েছিল, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।গৌতম কুণ্ডুর সংস্থা রোজভ্যালি বেশ কয়েকটি ছবিও প্রযোজনা করেছিল। জানা গিয়েছে, সেই ছবিতেও ঋতুপর্ণা সেনগুপ্ত মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন। সে ব্যাপারটিও গোয়েন্দারা খতিয়ে দেখছেন বলে খবর।

গৌতম কুণ্ডুর রেকর্ড করা বয়ানের ভিত্তিতেই ইডির আধিকারিকরা ঋতুপর্ণার জন্য একটি প্রশ্নের তালিকা প্রস্তুত করেছেন। মূলত রোজভ্যালির কর্ণধার যা যা অভিযোগ এনেছেন, তার ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই ইডির তরফে তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও রোজভ্যালি কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল।

কালই প্রসেনজিৎকে নোটিস পাঠিয়েছে ইডি। বলা হয়েছে আগামী ১৯ জুলাই কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে। বিকেলে শান্তিনিকেতনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিশ্বজিৎ-পুত্র। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “আমাকে নয়। আমার কোম্পানিকে নোটিস দিয়েছে ইডি। তবে ব্যাপারটা আমি জানি না। আমি তাঁদের সঙ্গে (পড়ুন তদন্তকারীদের সঙ্গে) ১০০ শতাংশ সহযোগিতা করব।”

লোকসভা নির্বাচনের পর থেকেই সারদা মামলায় বেশ নড়েচড়ে বসেছে ইডি। আর সেই সঙ্গে নজরে রয়েছে রোজভ্যালি-সহ অন্যান্য বেআইনি অর্থলগ্নি সংস্থার দুর্নীতিও।  গত পরশু সিবিআই নোটিস পাঠিয়েছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। আগামী ১২ জুলাই তাঁকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। গত সপ্তাহেই কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখে পড়তে হয়েছিল শিল্পী শুভাপ্রসন্নকে। এ বার সেই তালিকায় নাম জড়াল ঋতুপর্ণার।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest