সাড়ে ১৪ হাজার কোটির ব্যাঙ্ক দুর্নীতি, ইডি-র সমন পেলেন দিনো মোরিয়া, ডিজে আকিল!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মুম্বই: স্টারলিং বায়োটেক দুর্নীতি-কাণ্ডে নাম জড়াল বলিউড অভিনেতা ডিনো মোরিয়ার। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ডেকে পাঠানো হয়েছে অভিনেতা সঞ্জয় খানের জামাই ডিজে আকিল ওরফে আকিল আলিকেও। তাঁকেও গোয়েন্দারা জেরা করবেন বলে ইডি সূত্রে খবর।

গুজরাতের সন্দেসারা গ্রুপ এবং তাদের অধীনস্থ ওষুধ প্রস্তুতকারক সংস্থা স্টারলিং বায়োটেক লিমিটেড (এসবিএল)-এর বিরুদ্ধে সাড়ে ১৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ রয়েছে। ডিনো মোরিয়া এবং ডিজে আকিল ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন, গোয়েন্দাদের কাছে এমন প্রমাণ রয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে দিনো এবং আকিল যুক্ত হয়েছিলেন এই জালিয়াতে কেসে? কোথাই বা তাঁরা পাচার করেছেন বেআইনি অর্থ? পুরোটা জানতে তাঁদের ডিজ্ঞাসাবাদ করবে ইডি। একই সঙ্গে রেকর্ড করা হবে তাঁদের বয়ানও। যদিও এব্যাপারে মুখ খোলেননি দিনো-আকিল দু-জনেই।

গত সপ্তাহেই ইডি এই বেআইনি অর্থের পরিমাণের একটি তালিকা প্রকাশ করে বাজেয়াপ্ত করে সংস্থার ৯,৭৭৮ কোটি টাকা। বায়ো সংস্থাটি ৮,১০০ কোটি টাকা ব্যাঙ্কের থেকে ঋণ হিসেবে নিয়েছিল, এমনটাই অভিযোগ ভদোদরার ওই ফার্মেসির বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ফার্মেসির চার অধিকর্তা নীতিন সন্দেসারা, চেতন সন্দেসারা এবং দীপ্তি সন্দেশারাকে।

প্রসঙ্গত, কর ফাঁকি সহ একাধিক বিষয়ে সন্দেসারাদের সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও। তাঁদের বিরুদ্ধেও একযোগে তদন্তে নামছে ইডি, আয়কর বিভাগ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest