6 tricks to dry damp salt

Damp Salt: বর্ষায় ৬ টোটকায় ঝরঝরে রাখুন নুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বর্ষায় নুন ভিজে যায়। গৃহস্থালির এটাই যেন এক বড় সমস্যা।এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যার সাহায্য়ে এই বৃষ্টির দিনেও নুুন ঝরঝরে রাখতে পারেন আপনি।

চাল
রান্নাঘরে চাল সবার বাড়িতেই থাকে। বর্ষায় নুনের ভেজা ভাব কাটাতে আপনি চাল ব্যবহার করুন। কৌটোয় নুন ঢালার আগে তাতে কয়েকটি চাল রেখে দিন। চাল বাতাস থেকে আর্দ্রতা টেনে নেবে। ফলে নুন ঝরঝরে থাকবে।

পার্সলে পাতা
বাজার পার্সলে এনে রাখুন। তা শুকিয়ে নিন। এবার সেই পাতা গুঁড়ো গুঁড়ো করে কৌটোর মধ্য়ে রাখুন। তার উপর নুন রাখুন। এতে নুনের ভেজা ভাব দূর হবে। এছাড়াও নুন থাকবে ঝরঝরে। নুনের স্বাদ থাকবে ভালো।

টুথপিক
আপনি টুথপিককে কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনার অবাক লাগলেও কিন্তু এই কথা সত্য়ি। ব্যবহার হয়নি এমন দু’চারটে টুথপিক নুনের কৌটোয় রাখুন। ফল পাবেন। তবে গোটা টুথপিক রাখবেন। এতে নুনের ভেজা ভাব কাটানো সম্ভব।

লবঙ্গ
নুনের কৌটোয় তিন চারটে লবঙ্গ রেখে দিন আপনি। এটিও পার্সলে পাতার মতোই নুনের ভেজা ভাব ঠিক রাখবে। নুনের স্বাদও ভালো থাকবে। তাজা ভাবও থাকবে।

আরও পড়ুন: DIY Room Freshener: বাড়িতেই বানিয়ে নিন আপনার পছন্দের রুম ফ্রেশনার, জেনে নিন এই ২ পদ্ধতি

কফি বিন
নুনের কৌটোয় চাল রাখলে তা যা কাজ করে, সেই একই কাজ করে কফি বিন। দুই চারটে কফি বিন আপনি নুনের কৌটোয় রেখে দেবেন। তা কিন্তু আপনার নুনের ভেজা ভাব কাটাতে সাহায্য় করে। তবে নুনে কফির গন্ধ হবে না। সেই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন।

রাজমা
আপনি যদি একান্তই কফি বিন নিয়ে চিন্তিত থাকেন যে, নুন কফির গন্ধ টেনে নিতে পারে। তাহলে আপনি কফি বিনের বদল নুনের কৌটোয় কয়েকটি রাজমা রেখে দিন। একই কাজ করবে।

আরও পড়ুন: Cleaning Tips: গরমকালে বাড়িতে আরশোলার উপদ্রব কমবে এই ৩ টোটকায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest