AMU gets its first woman V-C: Naima Khatoon

AMU: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম মুসলিম মহিলা উপাচার্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের প্রাচীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)। যার খ্যাতি পুরো  মুসলিম বিশ্বজুড়ে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির ১০৪ বছর ইতিহাসে প্রথমবারের মতো নারী উপাচার্য নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন অধ্যাপক নাইমা খাতুন। অধ্যাপক নাইমা খাতুন আগামী পাঁচ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন নাইমা খাতুন। এই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।তিনি ছটি বই লিখেছেন। সহ-লেখক হিসেবেও তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

১৮৭৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল মহমেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ। ১৯২০ সালে সেটিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট মেনেই তা তৈরি হয়েছিল। সে বছর বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলার হিসেবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র নারী, যিনি আচার্য পদে ছিলেন।। ১৯২০ সালে তা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন মেনেই তা তৈরি হয়েছিল। সে বছর চ্যান্সলর হিসেবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র মহিলা, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য।

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest