Banks Will Remain Close For 21 Days In October Check News In Details To Know More

October 2022: উৎসবের মাস অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন, রইল পুরো তালিকা

অপেক্ষার আর মাত্র কয়েকদিন। কাউন্টডাউন শুরু। তারপরেই দুর্গাপুজো। সঙ্গে পাল্লা করে রয়েছে দীপাবলি, দিওয়ালি, নবরাত্রি। কলকাতা নয়– সার্বিকভাবে গোটা দেশেই চলবে উৎসব। উৎসব আবহে দেশের নাগরিকেরা আনন্দে থাকলেও– একটি বিষয় কিন্তু তাঁদের চিন্তার কারণ হতে পারে। গোটা দেশের নানাপ্রান্তে উৎসব উপলক্ষে প্রায় ২১ দিন বন্ধ ব্যাঙ্ক।

যদিও, পশ্চিমবঙ্গেই যে ২১ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে, এমনটা কিন্তু নয়। মূলত, সামগ্রিকভাবে এই ছুটির গণনা করা হয়েছে। পাঠকদের সুবিধার্থে সেই তালিকাটি উপস্থাপিত করা হল।

পূর্ণাঙ্গ তালিকা:

  • ১ অক্টোবর (শনিবার): হাফ-ইয়ার্লি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্লোজিং। গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
  •  ২ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ৩ অক্টোবর (সোমবার): দুর্গাপুজোর অষ্টমী। ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা এবং রাঁচিতে।
  •  ৪ অক্টোবর (মঙ্গলবার): দুর্গাপুজোর মহানবমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী। ওইদিন আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, ভুবনেশ্বর,কোচি, পাটনা, কলকাতা, লখনউ, এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৫ অক্টোবর (মঙ্গলবার): দুর্গাপুজোর বিজয়া দশমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবে জন্মোৎসব। ওইদিন যেসমস্ত জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে সেগুলি হল মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, এবং তিরুবনন্তপুরম
  • ৬ অক্টোবর (বুধবার): গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  •  ৭ অক্টোবর (বৃহস্পতিবার): ওইদিনও গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৮ অক্টোবর (শনিবার): ফতেহা দোয়াজ দাহাম এবং দ্বিতীয় শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ৯ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ১৩ অক্টোবর (বৃহস্পতিবার): করওয়া চৌথ। এদিন শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৪ অক্টোবর (শুক্রবার): ফতেহা দোয়াজ দাহামের পরবর্তী শুক্রবার। ওইদিন জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  •  ১৮ অক্টোবর (মঙ্গলবার): কাটি বিহু। ওইদিন গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
  • ২২ অক্টোবর ( চতুর্থ শনিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ২৩ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন: দেশে ফিরল চিতা , নামিবিয়াকে ধন্যবাদ জানিয়ে কুনো অভয়ারণ্যে ৮ চিতা ছাড়লেন মোদি

  • ২৪ অক্টোবর (সোমবার): কালীপুজো/দীপাবলি/ভূত চতুর্দেশী। ওইদিন যেসমস্ত জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে সেগুলি হল গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, শ্রীনগর, তিরুবনন্তপুরম, আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং শিমলা।
  • ২৫ অক্টোবর (মঙ্গলবার): গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো/দীপাবলি। ওইদিন গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  •  ২৬ অক্টোবর (বুধবার): গোবর্ধন পুজো/ভাইভিজ, লক্ষ্মীপুজো, দীপাবলি (প্রতিপদ)/অ্যাকসেশন ডে। ওইদিন আহমেদাবাদ, বেলাপুর, মুম্বই, নাগপুর, শিমলা, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৭ অক্টোবর (বৃহস্পতিবার): ভাইফোঁটা/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মীপুজো: ওইদিন ইম্ফল, কানপুর, গ্যাংটক এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩০ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ৩১ অক্টোবর (সোমবার): ছটপুজো/ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। ওইদিন রাঁচি, আহমেদাবাদ এবং পাটনাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমতাবস্থায়, আগামী মাসের ব্যাঙ্কিং কাজগুলি এখনই সেরে রাখতে পারেন।

আরও পড়ুন: দিনে আয় ১০২ কোটি! এনআইআর তালিকায় এক নম্বরে গৌতম আদানির দাদা বিনোদ