Bharat Nyay Yatra: Rahul Gandhi to undertake 'Bharat Nyay Yatra' from Jan 14

Bharat Nyay Yatra: মণিপুর থেকে মুম্বই- রাহুলের নেতৃত্বে এবার ভারত ন্যায় যাত্রা, শুরু কবে

ভারত জোড়ো যাত্রার মতো এক নতুন প্রচার অভিযান শুরু করতে চলেছেন রাহুল গান্ধি৷ তবে এ বার আর দক্ষিণ থেকে উত্তর নয়, এ বার পূর্ব থেকে পশ্চিমের দিকে যাত্রা পরিচালনা করবেন রাহুল গান্ধি৷ এ বারের যাত্রার নাম ‘ভারত ন্যায় যাত্রা৷’ আগামী ১৪ জানুয়ারি থেকে এই ভারত ন্যায় যাত্রা শুরু হতে চলেছে৷ এই যাত্রা চলবে ২০২৪ সালের ২০ মার্চ পর্যন্ত৷

এবারও কংগ্রেসের জনসংযোগ যাত্রার নেতৃত্বে থাকবেন সাংসদ রাহুল গান্ধী। মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য় প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাট হয়ে মহারাষ্ট্রে শেষ হবে ভারত ন্য়য় যাত্রা। মোট ৬২০০ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করবেন রাহুল গান্ধী। ১৪ জানুয়ারি মণিপুর থেকে এই যাত্রার সূচনা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন,ভারত জোড়ো যাত্রার অভূতপূর্ব সাফল্যের পর এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ এই যাত্রার মাধ্যমে দেশের সাধারণ যুব সম্প্রদায়ের সঙ্গে একটি সংযোগ স্থাপনের কাজ করবেন রাহুল গান্ধি৷ কথা বলবেন প্রান্তীয় মানুষদের সঙ্গে, কথা বলবেন মহিলাদের সঙ্গেও৷ পাশাপাশি, সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ বলেছে, কংগ্রেসের প্রতিষ্ঠা দিব ২৮ ডিসেম্বর ‘হাম তৈয়ার হ্যায়’ নামে একটি মিছিল করা হবে নাগপুরে৷ সেই অনুষ্ঠানে দেশ জোড়া সমর্থক ও নেতারা উপস্থিত থাকবেন৷

নতুন কর্মসূচি ঘোষণার পরেই রাহুলকে খোঁচা গেরুয়া শিবিরের (BJP)। নলিন কোহলি বলেন, “২০১৪ সাল থেকেই দেশে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত জায়গায় যেন জনকল্যাণমূলক প্রকল্পগুলো পৌঁছে দেওয়া যায়, সেটা নিশ্চিত করেছেন তিনি। কারণ প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তাই স্লোগান দিলেও কোনও লাভ হবে না।”