Sahara Refund Portal: Centre to launch ‘Sahara refund portal’ today for claim submission by depositors

Sahara Refund Portal: সাহারার টাকা ফেরত পাবে সাধারণ মানুষ! চালু ‘রিফান্ড পোর্টাল’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘সাহারা রিফান্ড পোর্টাল’ চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পোর্টালের মাধ্যমে সাহারা ইন্ডিয়ার চারটি কো-অপারেটিভ সোসাইটির বৈধ লগ্নিকারীরা অবশেষে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর তাঁরা টাকা ফেরত পাবেন।

বর্তমানে সাহারা ইন্ডিয়াতে সারা দেশের কয়েক লাখ মানুষের প্রচুর বিনিয়োগ আটকে রয়েছে। এই পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। প্রচুর বিনিয়োগকারীর পলিসির মেয়াদ শেষ হওয়ার পরেও অর্থ পাচ্ছেন না। সাহারা গ্রুপের সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড,সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে সমবায় মন্ত্রক সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এর পরে সুপ্রিম কোর্ট 5000 কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে নির্দেশ দেয়। সেই প্রক্রিয়ারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এদিন চালু হচ্ছে সাহারা রিফান্ড পোর্টাল।

আরও পড়ুন: Himachal Pradesh: বিপাশা নদী চুরমার করে দিল কুলু-মানালি জাতীয় সড়ক, বাড়ছে মৃতের সংখ্যা

সাহারার বিনিয়োগকারীদের এবারে দেখে নিতে হবে তাঁরা সাহারার কোন গ্রুপে বিনিয়োগ করেছিলেন। এছাড়া, বিনিয়োগ সম্পর্কিত যাবতীয় নথি হাতের কাছে রাখতে হবে। এই পুরো টাকা ফেরত প্রক্রিয়ায় সাহারার এজেন্টের ভূমিকা কী হবে, সেই তথ্য জানা যাবে পোর্টাল চালু হওয়ার পর।

শাহ জানিয়েছেন, সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে প্রাথমিকভাবে এক কোটি মানুষকে ৪৫ দিনের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে। কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে লগ্নিকারীদের ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়ার কথা আছে, তাঁদের আগে টাকা ফেরানো হবে। সেইসঙ্গে যাঁদের বিনিয়োগের পরিমাণ বেশি, তাঁদেরও প্রাথমিকভাবে ১০,০০০ টাকা পর্যন্ত রিফান্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘পোর্টালের মাধ্যমের প্রায় ১ কোটি ৭ লাখ লগ্নিকারীর পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে। সবমিলিয়ে চার কোটি লগ্নিকারীকে প্রাথমিক পর্যায়ে ১০,০০০ টাকা পর্যন্ত ফেরানো হবে।’

আরও পড়ুন: Taj Mahal: যমুনার জলে ভাসছে বিশ্বের অষ্টম আশ্চর্য তাজমহল, ৪৫ বছরে এই প্রথম

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest