Satya Pal Malik says PM Modi was 'arrogant' when he raised farmers' deaths

মোদী উদ্ধত, অহংকারী; ফের বিঁধলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। বিগত প্রায় বেশ কয়েক মাস ধরেই বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে শিরোনামে রয়েছেন সত্যপাল মালিক। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার সরাসরি মোদীর বিরুদ্ধে মুখ খুললেন সত্যপাল মালিক।

রবিবার হরিয়ানার দাদরিতে এক সমাবেশে সত্যপাল বলেন, ‘কৃষি আইন ও আন্দোলন নিয়ে প্রধামন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব ‘উদ্ধত’ (Arrogant) আচরণ করেছিলেন। মোদীকে খুব অহংকারী মনে হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে জানাই, অন্তত ৫০০ কৃষকের মৃত্যু হয়েছে। জবাবে মোদী খুব উদ্ধত ভঙ্গিতে বলেন, ‘এই মৃত্যুর জন্য কি আমি দায়ী ? আমি তাঁকে ফের বলি, আপনি তো একটা কুকুর মারা গেলেও শোকবার্তা পাঠান। এখন কেন চুপ ? আপনারই তো দায়, কারণ আপনি দেশের রাজা।’ সত্যপাল ওই জমায়েতে জানান, এই ভাবে অনেক্ষণ তাঁদের দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। পরে প্রধামন্ত্রী এ ব্যাপারে তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে বলেন।

শুধু তাই নয়, এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় সত্যপাল মালিক সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন তা ছাড়া আর কী বলতে পারতেন? সত্যপাল মালিক বলেন যে তিনি রাজ্যপাল, মন্ত্রী, এমপি এবং বিধায়ক হয়েছেন। কিন্তু অবসর নেওয়ার পর তাদের থাকার মতো নিজস্ব বাড়ি নেই। তিনি দাবি করেন, সবসময় সততার সাথে কাজ করেছেন। এটাই তাঁর শক্তি। মালিক বলেছিলেন যে এই ক্ষমতার কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঝগড়া করতে পেরেছেন।

সরকারের বিরুদ্ধে মুখ খুলতে তিনি যেমন ভয় পান না, তেমনই নিজের পদ ছেড়ে দিতেও ভয় পান না বলেই জানান মেঘালয়ের রাজ্যপাল। উল্লেখ্য, মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার আগে তিনি জম্মু-কাশ্মীর ও গোয়ার রাজ্যপালও ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest