পেশায় চিকিৎসক ভারতীয় বংশোদ্ভুত বাঙালী কন্যার মাথায় ‘মিস ইংল্যান্ড’ মুকুট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল মিস ইংল্যান্ডের নাম। আর এবারের মিস ইংল্যান্ড ২০১৯-এর শিরোপা জিতল ভারতীয় বংশোদ্ভুত বাঙালি কন্যা ভাষা মুখোপাধ্যায়।

ভাষার জন্ম ভারতেই। তাঁর ৯ বয়সেই তাঁর পরিবার ইংল্যান্ডে চলে যায়। তারপর সেখানেই বেড়ে ওঠা। ছোট থেকেই বেশ মেধাবী ছাত্রী। মেডিক্যাল কলেজে পড়াশোনার সময়েই নাম দিতেন সুন্দরী প্রতিযোগিতায়। ভাষা বলেন, “প্রথমে সময় বার করতে পারব কিনা সে বিষয়ে চিন্তিত ছিলাম। তবে, পড়াশোনার থেকে একটু বিরতির জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।” এই মাসেই বস্টনের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেওয়ার কথা তাঁর।

https://www.instagram.com/p/Bzs2k0PFnnY/

ইংল্যান্ডের ডার্বি শহরের বাসিন্দা বছর ২৩-এর বছরের ভাষার ঝুলিতে রয়েছে দু’দুটি ডাক্তারির ডিগ্রি। চিকিৎবিজ্ঞান নিয়ে পড়া শেষ করার পর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও শল্যচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তিনি। শুধু তাই নয়। প্রতিযোগিতার মঞ্চে ‘ইংল্যান্ডসুন্দরীকে দেখা গেল নিজের নামের সঙ্গে সাযুজ্য রেখেই পাঁচটি ভাষায় গড়গড় করে কথা বলছেন ভাষা। ইংরাজি, জার্মান, ফ্রেঞ্চ এবং হিন্দি ও বাংলা- কোনোটাতেই হোঁচট খাওয়ার বিন্দুমাত্র লক্ষণ নেই। তাঁর আইকিউ বা বুদ্ধিমত্তার পরিমাপক মান ১৪৬। সাধারণত কোনও ব্যক্তির ১৪০-এর উপরে আইকিউ থাকলে তাঁকে জিনিয়াস বা অতি বুদ্ধিমান মনে করা হয়।

https://www.instagram.com/p/Bw1jgySnYn9/

মিস ইংল্যান্ডের শিরোপার পর এবার মিস ওয়ার্ল্ডের মঞ্চেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি। ভাষা আরও বলেছেন, “সুন্দরী মডেলদের মাথায় বুদ্ধি নেই বলে অনেকে ভাবেন। এমনটা বাস্তব নয়। মেডিক্যাল কলেজে পড়ার সময় প্রথম সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া কথা ভাবি। পড়াশোনা থেকে একটু বিরতি নেওয়ার জন্যই মডেলিং শুরু করি।” বিজয়িনী হিসাবে পুরস্কারস্বরূপ মরিশাসে ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তিনি। তবে এই মুহূর্তে সেই ছুটি উপভোগের ফুরসত নেই ব্যস্ত ডাক্তারের।

https://www.instagram.com/p/BoPlpU1n-nW/

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest