নয়া নিয়মে মাত্র ১ মাসেই ফেসবুক থেকে উধাও ৩ কোটি পোস্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশের নয়া তথ্য প্রযুক্তি নিয়ম অনুযায়ী, স্রেফ ১ মাসের মধ্যেই ৩ কোটি পোস্ট মুছে ফেলল ফেসবুক (Facebook)। নয়া ডিজিটাল নিয়ম চালু হওয়ার প্রথম মাসের রিপোর্টে এ কথা জানিয়েছে তারা। পাশাপাশি ২০ লক্ষ পোস্টের ওপরও কোপ বসিয়েছে ইনস্টাগ্রাম। দেশের নয়া ডিজিটাল আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে প্রতি মাসে এই রিপোর্ট প্রকাশ করতে হবে। যেখানে কত অভিযোগ জমা পড়েছে ও অভিযোগের ভিত্তিতে সংস্থা কী করেছে তা লেখা থাকবে।

আরও পড়ুন: দেশের নয়া ডিজিটাল নীতি মেনে প্রথম পদক্ষেপ, ৫৯ হাজার লিংক সরাল Google

সেই রিপোর্টের ফেসবুক জানিয়েছে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে ৩ কোটি পোস্টে ছাঁকনি লাগিয়েছে তারা। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশেষ দল নীতির বিরুদ্ধে যাওয়া পোস্টগুলিকে শনাক্ত করে। তাঁরা আগের মতো ভবিষ্যতেও এ ক্ষেত্রে আরও তথ্য যোগ করবেন। পুরো বিষয়টা যাতে আরও স্বচ্ছ হয়, সে দিকেও জোর দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এরপরে ১৫ জুলাই ফের এই রিপোর্ট প্রকাশ্যে আনবে ফেসবুক। সংস্থা জানিয়েছে, ৩০-৪৫ দিনের ব্যবধানে এই রিপোর্ট প্রকাশ করবে তারা। ১৫ জুলাই ফেসবুক যে রিপোর্ট প্রকাশ করবে তাতে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত তথ্যও থাকবে। ফেসবুকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আড়াই কোটি স্প্যাম, ২৫ লক্ষ হিংসাত্মক গ্রাফিক্স, ১৮ লক্ষ যৌনতা সংক্রান্ত পোস্ট ও ৩ লক্ষ ১১ হাজার ঘৃণামূলক মন্তব্য সরিয়ে ফেলেছে তারা। এ ছাড়াও হেনস্তা, আত্মহত্যা, জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত পোস্ট মুছে ফেলেছে ফেসবুক।

উল্লেখ্য, ফেসবুক নিয়োজিত গ্রিভেন্স অফিসার অব ইন্ডিয়ার নাম স্পুর্থি প্রিয়া। ভারত সোশ্যাল মিডিয়ার একটা বড় বাজার। এখানে ৫৩ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। ফেসবুক ব্যবহার করেন ৪১ কোটি মানুষ। ইনস্টাগ্রামে রয়েছেন ২১ কোটি গ্রাহক, টুইটার ব্যবহার করেন ১ কোটি ৭৫ লক্ষ মানুষ।

আরও পড়ুন: ৫৪ বছরের ইতিহাসে প্রথম ভারতীয়,বাংলার মেয়ের বিরল বিজ্ঞান-সম্মান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest