ইসরো-র বাণিজ্যিক শাখাকে ক্ষতিপূরণ দিতে বলল মার্কিন আদালত, জেনে নিন কেন

isro

চাপে ইসরো। উপগ্রহ চুক্তি ভঙ্গের অভিযোগে ইসরো-র বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশন-কে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে বলল সে দেশের আদালত। বেঙ্গালুরুর সংস্থা দেভাস মাল্টিমিডিয়া-র সঙ্গে ২০০৫-এ চুক্তি হয়েছিল অ্যান্ট্রিক্স-এর। চুক্তি অনুযায়ী দু’টি কৃত্রিম উপগ্রহ বানানো, উৎক্ষেপণ, পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রামের জন্য ৭০ মেগাহার্ৎজ-এর বরাত দেওয়া হয়েছিল দেভাস-কে।অভিযোগ, ২০১১-তে সেই চুক্তি বাতিল করে […]