Aditya L1: এবার সূর্য স্পর্শ ভারতের, গন্তব্যে পৌঁছে গেল ইসরোর আদিত্য-L1

ADITYA scaled

চন্দ্রবিজয়ের পর আবারও বড়সড় সাফল্যের দোরগোড়ায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সৌর গবেষণার জন্য ৪ মাস আগেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ১। ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের অন্তিম কক্ষপথে প্রবেশ করল শনিবার। শনিবার বিকেলে নির্দিষ্ট […]