সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভুয়ো দাবি, লস্করের দুই মূল সংগঠনকে নিষিদ্ধ করল না পাকিস্তান

hafizsaeed759

ইসলামাবাদ: লস্কর-এ-তইবাকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় রাখলেও, লস্করের মূল দুই প্রকাশ্য সংগঠন জামাত-উদ-দাওয়া (জেইউডি) এবং ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনকে (এফআইআইএফ) কে নিষিদ্ধ তালিকার বাইরেই রাখল পাকিস্তান। সোমবার পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি(এনসিটিএ)-র প্রকাশ করা নিষিদ্ধ সংগঠনের তালিকায় নাম নেই লস্কর-এ-তইবা প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের এই দুই সংগঠনের। ১৯৮৭ সালে লস্কর-ই-তৈবা তৈরি করেছিলেন হাফিজ সইদ। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এবং […]