SLST Movement: আজ থেকে ফের রিলে অনশনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা

SLST Movement 1

চাকরির দাবিতে আজ থেকে ফের রিলে অনশনে ২০১৬ সালের প্রথম স্টেট লেভেস সিলেকশন টেস্ট অর্থাত্ এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে, গত ৩০ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে ধর্না ও অনশন করছিলেন এই চাকরিপ্রার্থীরা। ১৮০ দিনেরও বেশিদিন চলে এই ধর্না। পরে ধর্না মঞ্চ তুলে দেওয়া হয়। তবে দিন কয়েক আগে হাইকোর্টের অনুমতি নিয়ে […]