Duare Sarkar: মঙ্গলবার থেকেই শুরু দুয়ারে সরকার, মিলবে আরও দু’টি পরিষেবা, কী কী জানেন?

duare

আগামী ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শুরু হচ্ছে।  চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবারের এই সরকারি পরিষেবা প্রদান প্রকল্পে যুক্ত হয় দু’টি নতুন পরিষেবা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের নতুন সংযোগ এবং পুরনো বকেয়া বিল মেটানোর–এই দু’টি নতুন পরিষবা থাকেছে এবারের দুয়ারে সরকারে। হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে […]