সাঁতার কাটার ভান করে ৩৫০ বছর ধরে বিজ্ঞানীদের বোকা বানিয়েছে শুক্রাণু !

সিনেমা ও চলোমান ছবির দৌলতে কমবেশি সকলেই জানেন কিভাবে শুক্রাণু সাঁতার কাটে। এই সাঁতারের ভঙ্গি অনেকটা ঠিক সাপের মত। দলবেঁধে শুক্রাণু পাড়ি দেয় ডিম্বাণুর সঙ্গে মিলনের জন্য। অসংখ্য শুক্রাণুর মধ্যে তাতে সফল হয় একজনই। একটি ডিম্বাণুর সঙ্গে মিলনের জন্য একটি শুক্রাণু যে পথ অতিক্রম করে তা মাউন্ট এভারেস্টের দূরত্বের সমান। কেবল সাঁতার কেটে এই দীর্ঘ […]