MS Dhoni : ইডেন জুড়ে শুধুই হলুদ জ্বর, ধোনি-ধোনি শব্দে মুখর স্টেডিয়াম

WhatsApp Image 2023 04 23 at 10.58.42 PM

অবসরের ইঙ্গিত দিয়েছিলেন মাহি। এহেন আবহে রবিবার ইডেনে কলকাতার বিরুদ্ধ নামেন ধোনি। তিন বছর পর প্রাক্তন ভারত অধিনায়ককে কাছে পেয়ে আপ্লুত গোটা শহর। হয়তো এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023)। হয়তো শেষবারের মতো ইডেনে খেললেন তিনি। ধোনি তো শুধু ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি আবেগ, ভালবাসা, শ্রদ্ধা আর অনুপ্রেরণার প্রতীক। আর তাই শুধু তাঁকে […]