প্রযুক্তি নির্ভর আজকের দিনে কুরবানী কী আদৌ প্রাসঙ্গিক? রইল প্রিয়জনদের পাঠানোর জন্য মেসেজ

সৈয়দ আলি মাসুদ ফি বছর কুরবানী নিয়ে একটা তরজা চলে। একদল বলেন, কুরবানী না করে সেই টাকা গরিব দুঃখীদের দিয়ে দেওয়া হোক। কেউ বলেন, পশুর গলায় ছুরি চালিয়ে কোনও ত্যাগ হতে পারে না। মানুষের জন্য ওরা কষ্ট পাবে কেন? কেউ আবার পাল্টা বলেন, কুরবানী না হলে কি পশু জবাই বন্ধ থাকে। তাহলে বিফ রফতানিতে আমরা […]