চাঁদের বুকে আছড়ে পড়েও অক্ষত চন্দ্রযান-২’এর রোভার ‘প্রজ্ঞান’, খোঁজ দিলেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার

Pragyan

চাঁদের বুকে অক্ষত রয়েছে ভারতের রোভারযান ‘প্রজ্ঞান’। দ্বিতীয় চন্দ্রায়ণ অভিযান শেষ মুহূর্তে ব্যর্থ হলেও সম্প্রতি নাসা-র পাঠানো ছবি বিশ্লেষণ করে ইসরো-কে এই তথ্য জানিয়েছেন চেন্নাইয়ের প্রযুক্তিবিদ শানমুগা সুব্রহ্মণ্যন। সুব্রহ্মণ্যন দাবি করেন, বাজে ভাবে অবতরণের কারণে বিক্রম ল্যান্ডারের পেলোডস ভেঙে গেলেও চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-২’এর প্রজ্ঞান ‘রোভার’ কিন্তু অক্ষত আছে! বিক্রম ল্যান্ডারের কাঠামো থেকে বেরিয়ে এসে, কয়েক মিটার […]